
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
সম্মানিত সূধী,
আগামীকাল ১২ জানুয়ারী, ২০২৩ ঈসায়ী, (বৃহস্পতিবার), দুপুর ২:০০ ঘটিকায়, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন হলে ইসলামী সমাজের উদ্যোগে- “বিশ্বব্যাপী চলমান সংঘাতময় অবস্থার কারণ এবং এথেকে উত্তরণের লক্ষ্যেই ইসলামী সমাজ গঠন আন্দোলন” শীর্ষক “গুরুত্বপূর্ণে আলোচনা সভার এর আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর সাহেব । উক্ত আলোচনা সভায় দল-মত নির্বিশেষে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
ইসলামী সমাজের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে উক্ত “আলোচনা সভার” সার্বিক কার্যক্রম সরাসরী সম্প্রচার করা হবে, ইনশাআল্লাহ্।
ইসলামী সমাজের সকল সদস্য ও সদস্যা ভাই, বোন, শুভাকাঙ্খীসহ দেশবাসী সকলকে যথাসময়ে উক্ত লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আহবান করা হলো।