
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
সম্মানিত সূধী,
আগামীকাল ১৯নভেম্বর, ২০২২ ঈসায়ী, (শনিবার), বিকাল ৩:০০ ঘটিকায়, রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিশেন হলরুমে #ইসলামী_সমাজ এর উদ্যোগে- “দেশে চলমান নাজুক পরিস্থিতিতে সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা পেয়ে দল-মত নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার লক্ষ্যে করণীয়” বিষয়ে “শান্তি সমাবেশ” এর আয়োজন করা হয়েছে। উক্ত শান্তি সমাবেশে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর সাহেব । উক্ত শান্তি সমাবেশে দল-মত নির্বিশেষে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
ইসলামী সমাজের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে উক্ত “শান্তি সমাবেশ” এর সার্বিক কার্যক্রম সরাসরী সম্প্রচার করা হবে, ইনশাআল্লাহ্।
ইসলামী সমাজের সকল সদস্য ও সদস্যা ভাই, বোন, শুভাকাঙ্খীসহ দেশবাসী সকলকে যথাসময়ে উক্ত লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আহবান করা হলো।