
করোনা ভাইরাসের আক্রমণ জনিত মহামারির ভয়াবহতার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামীনের বিভিন্নরকম আযাব-গজব থেকে বাঁচার উপায় বিষয়ে- “ইসলামী সমাজ” এর উদ্যোগে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আগামী ৯ই জুন ২০২০ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ টায় বিশেষ মানব বন্ধন।
দেশ ও জাতির সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লাহর’ই সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, “ইসলামী সমাজ” এর সম্মানিত আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর।
আল্লাহ্ রাব্বুল আলামীনের আযাব-গজব থেকে রক্ষা পেয়ে তাঁরই বিশেষ রহমত লাভের লক্ষ্যে আমীর সাহেব কর্মসূচী ঘোষণা করবেন।
উক্ত মানব বন্ধনের লাইভ প্রচার করা হবে ইনশাআল্লাহ।
দল, মত নির্বিশেষে সকলকে আমরা যথাসময়ে লাইভে যুক্ত হয়ে আমীর সাহেবের দিক নির্দেশনা মূলক বক্তব্য শুনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
লাইভে যুক্ত হতে নিচের লিংক এ ক্লিক করে পেইজটি লাইক এবং ফলো করুন-
https://www.facebook.com/islamisomaj01/
প্রচারে: ইসলামী সমাজের সদস্যবৃন্দ