সম্মানিত দেশবাসী,
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আসছে আগামী ১২ আগষ্ট ২০১৭ ইং রোজ, শনিবার। সকাল ১১ টায়, জাতীয় প্রেসক্লাব কন্ফারেন্স লাউন্জ, ঢাকা।
সঠিক জ্ঞান অর্জনের অভাবেই বর্তমানে বিশ্বের মানুষ মহাসত্য থেকে বিচ্যুত হয়ে মহা বিভ্রান্তিতে নিমজ্জিত। যার কারনে তারা আল্লাহ রাব্বুল আলামীনের বিভিন্ন রকম আযাব-গজবের শিকার হয়ে বহুবিধ সমস্যায় জড়িয়ে দুনিয়ার জিবনে চরম অশান্তিতে কাল কাটাচ্ছে এবং তাদের আখিরাতের জিবনও ধ্বংসের মুখোমুখী। বিশ্বের চলমান এই নাজুক পরিস্থিতিতে ইসলামী সমাজের উদ্যোগে- মহাসত্য কি, মহা বিভ্রান্তি কি, মানুষ কিভাবে মহাসত্য থেকে বিচ্যুত হয়ে মহা বিভ্রান্তিতে নিমজ্জিত হয়ে ধ্বংসের মুখোমুখী এবং এ অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এসব বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় আপনাকে স্ববান্ধব উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
আমন্ত্রণে-
ইসলামী সমাজের, সদস্যবৃন্দ।