
ইসলামী সমাজের আমীর সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সঠিক জ্ঞান অর্জনের অভাবে সত্য থেকে বিচ্যুত হয়ে বিশ্বের মানুষ মহাবিভ্রান্তিতে নিমজ্জিত এবং ধ্বংসের মুখোমুখি। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভায় ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেন, মানুষের সার্বভৌমত্বের অধীনে রচিত আইনের দ্বারা সমাজ ও রাষ্ট্র প্রচলিত হওয়ার কারণে বিশ্বের মানুষ ধ্বংসের মুখোমুখি হয়ে পড়েছে। তিনি বলেন, মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ট সৃষ্টি, এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তিনি আরও বলেন, ইসলাম হল শান্তির ধর্ম। ইসলাম মানুষকে কূ-শিক্ষা দেয় না। ইসলাম মেনে দেশ পরিচালনা করলে দেশে কোনো ধরনের হিংস্রতা থাববে না, দেশ হবে শান্তিতে পরিপূর্ণ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইসলামী সমাজের সদস্য মোহাম্মাদ আসাদুজ্জামান, আবু জাফর মোহাম্মাদ ইকবাল, মুহাম্মাদ ইয়াসীন, মুহাম্মাদ ইউসূফ প্রমুখ।