
ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় সুশাসন ও ন্যায় বিচারের পরিবর্তে জুলুম চলছে বিধায়; বিশ্ব্যাবপী মানুষের জীবনে অশান্তি বিরাজ করছে, এবং সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে দূর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতীতে পরিবহনসহ দেশের প্রতিটি সেক্টরে চরম নৈরাজ্য বিরাজ করছে। প্রতিনিয়ত মানুষ বিচার বহির্ভূত এবং অন্যায়ভাবে হত্যার শিকার হচ্ছে। মাদক, ধর্ষন, চাঁদাবাজি মারাত্মক আকার ধারন করেছে। মানুষের জান, মাল ও ইজ্জতের কোন নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের লাগাহীন উর্ধগতিসহ বিভিন্ন রকম দূর্নীতির কারণে মানুষ আজ দিশেহারা। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই সকল সমস্যার সমাধান হবে। ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা জনাব আমীর হোসাইনের পরিচালনায় আজ ২৮ নভেম্বর ২০২১ ইং রোজ: রবিবার সকাল ১০ টায়, “ঈমান ও ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে কর্মসূচি ঘোষণা এবং সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানদার ও সৎকর্মশীল লোক গঠনের উপায়” বিষয়ে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আমীর বলেন, আল্লাহর রাসূল মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে একদল ঈমানদার সৎকর্মশীল লোক তৈরী হলেই আল্লাহ তাদেরকে জমীনে খিলাফত তথা রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করবেন। আর তখনী আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী আমীরের নেতৃত্বে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর অনুসরণ ও অনুকরণে পর্যায়ক্রমে ইসলামের আইন-বিধান চালু করার মাধ্যমে মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এটাই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি। ইসলামী সমাজের আমীর বলেন, উগ্রতা ও জঙ্গিতৎপরতা কিংবা গণতন্ত্রের অধীনে নির্বাচন ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর নির্দেশিত এবং রাসূল (সাঃ) প্রদর্শিত পদ্ধতি নয়। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করে সকল বিরোধিতার মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে ছবর ও ক্ষমার নীতিতে দৃঢ় থেকে আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীল হয়ে নিজের মাল ও জানপ্রাণ দিয়ে ঈমান ও ইসলামের দাওয়াত লোকদেরকে দিতে থাকলেই আল্লাহর ইচ্ছা ও বিশেষ সাহায্যে ঈমানের পরিক্ষায় উত্তীর্ণ হয়ে একদল ঈমানদার সৎকর্মশীল লোক গঠন হবে। আল্লাহর নিকট গ্রহণযোগ্য ঈমানদার ও সৎকর্মশীল বান্দা হওয়ার লক্ষেই ইসলামী সমাজের নেতা ও কর্মীগণ আল্লাহর রাসূল (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার ঈমানী ও নৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছে। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর‘ই সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী আমীরের নেতৃত্বে সকলকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জনাব নুরুদ্দীন আহমদ, মুহাম্মদ আলী জিন্নাহ, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম, সেলিম মোল্লা, হাফিজুর রহমান, আবু শামাহ প্রমুখ। দেশ ও জাতির সার্বিক কল্যাণে ডিসেম্বর মাস ব্যাপী রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে দাওয়াতি কাজ করার জন্য ১৩ টি টিমের তালিকা প্রকাশ করেন ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর এবং কর্মসূচী ঘোষণা করেন ইসলামী সমাজের ঢাকা বিভাগীয় অঞ্চল-২ ও ঢাকা মহানগরীর দায়িত্বশীল মুহাম্মাদ ইয়াছিন সাহেব।














