
ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, মানুষ যখন সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের অধীনে জীবন-যাপন করে তখনি আল্লাহ্ রাব্বুল আলামীনের বিভিন্ন রকম আযাব-গজব তাদের উপর চলতে থাকে এবং ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে তাদের জীবনকে মহা বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। ক্ষমতা, আধিপত্য বিস্তার ও অর্থ সম্পদের মোহে বিভিন্ন দল, উপদলে বিভক্ত হয়ে মানুষে মানুষে দন্ধ, সংঘাত ও সংঘর্ষে লিপ্ত হওয়া, এবং করোনা ভাইরাস, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধ্বস ইত্যাদি মূলতঃ আল্লাহ্ রাব্বুল আলামীনের আযাব-গজব।
জনাব আকিক হাবিবুজ্জামানের সভাপতিত্বে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে “সমাজ ও রাষ্ট্রীয় জীবনে চলমান নাজুক পরিস্থিতিতে করণীয়” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় ইসলামী সমাজের আমীর সৈয়দ হুমায়ূন কবীর বলেন, বর্তমানে মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর “ইসলাম” সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে মানুষের সার্বভৌমত্ব ও মানব রচিত ব্যবস্থার অধীনে মানুষের মনগড়া আইনের আনুগত্য স্বীকার করে সৃষ্টিকর্তা আল্লাহর অবাধ্য হয়ে তাঁরই সাথে অংশী স্থাপন করে চলছে, যার কারণে তারা আল্লাহ রাব্বুল আলামীনের বিভিন্ন রকমের আযাব-গজবের শিকার হয়ে বহুবিধ সমস্যায় জড়িয়ে দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। তিনি আরও বলেন, বিশ্বের মানুষ আজ মানবতা ভূলে গিয়ে জাতীয় এবং ধর্মীয় ও দলীয় সংকীর্ণতায়
নিমজ্জিত হয়ে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যার কারণে মানুষে মানুষে হিংষা-বিদ্ধেষ এবং সংঘাত ও সংঘর্ষ চলছে।
তিনি বলেন, মানুষের জীবনে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠিত হলেই জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় অধীকারসহ সকল অধীকার আদায় ও সংরক্ষণ হবে এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা যারা করবেন তারা আখিরাতের জীবনেও সফলকাম হবেন। সকল মানুষের সার্বিক কল্যাণে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই ইসলামী সমাজের নেতা ও কর্মীগণ আল্লাহর নির্দেশিত ও তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। সকলকে তিনি সংঘাত ও সংঘর্ষের পথ ত্যাগ করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজ পরিচালিত শান্তিপূর্ণ দাওয়াতী আন্দোলনে শামিল হয়ে কল্যাণ ও মুক্তির পথে জীবন গড়ার আহ্বান জানান।
সংগঠনের কেন্দ্রীয় নেতা জনাব মুহাম্মাদ ইয়াছিন এর পরিচালনায় অনুষ্ঠিত ‘আলোচনা সভায়’ আরো বক্তব্য রাখেন জনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, আজমুল হক, সেলিম মোল্লা, আবু বকর সিদ্দীক, সাইফুল ইসলাম ও হাফিজুর রহমান প্রমূখ।
