
সম্মানিত দেশবাসী,
আমরা জানি মানুষ আল্লাহ রাব্বুল আলামীনের সর্বোত্তম সৃষ্টি এবং তাঁরই গোলাম ও জমীনে তাঁরই প্রতিনিধি, এটাই মানুষের সঠিক অবস্থান। দুনিয়ায় মানুষের কল্যাণ এবং আখিরাতে তাদের মুক্তির লক্ষ্যে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা “ইসলাম” প্রদান করেছেন। মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজন ও কল্যাণেই সমাজ ও রাষ্ট্র। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং তাদের সকল অধিকার নিশ্চিত হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় মানুষের দুনিয়ার জীবনে চরম অশান্তি বিরাজ করছে এবং তাদের আখিরাতের জীবন ধ্বংস হচ্ছে। ইসলাম এবং ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি সম্পর্কে ধারাবাহিক সঠিক জ্ঞানার্জনের অভাবেই মুসলিম উম্মাহ বিভিন্ন রকম বিভ্রান্তির বেড়াজালে আটকিয়ে আছে বিধায়; বিশ্বের মানুষ সত্য সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে মানব রচিত ব্যবস্থা তথা জাহিলিয়্যাতের অন্ধকারে নিমজ্জিত হয়ে ধ্বংসের মুখোমুখী অবস্থান করছে। এহেনো নাজুক পরিস্থিতিতে সকল মানুষের সার্বিক কল্যাণে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর নির্দেশিত ও তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজ দল-মত নির্বিশেষে সকল মানুষের নিকট ইসলামের সঠিক জ্ঞান ও দাওয়াত পৌছিয়ে দেয়ার জন্য রাজধানী ঢাকাকে ১২টি অঞ্চলে বিভক্ত করে ১২জন দায়িত্বশীল এবং ১৩ জন সহকারী দায়িত্বশীল মনোনীত করেছে। রাজধানী ঢাকার ৫০টি থানায় নিয়মিত দাওয়াতী কাজ করার জন্য ইসলামী সমাজের পক্ষ থেকে ২৬ জন থানা দায়িত্বশীল নিয়োগ করা হয়েছে। অঞ্চল ভিত্তিক দায়িত্বশীলগণের নামের তালিকা ঘোষণা করছিঃ-
অঞ্চল- ০১:- কামরাঙ্গীর চর, হাজারীবাগ, লালবাগ ও চক বাজার। | দায়িত্বশীল- আবু বকর সিকদার সহকারী দায়িত্বশীল- মোঃ শাহ আলম |
থানা দায়িত্বশীল- মোঃ মাসুক রানা:- কামরাঙ্গীর চর ও হাজারীবাগ। | থানা দায়িত্বশীল- মোঃ রমজান আলী:- লালবাগ ও চক বাজার। |
অঞ্চল- ০২:- আদাবর, মুহাম্মাদপুর, ধানমন্ডি ও নিউ মার্কেট। | দায়িত্বশীল- আসাদুজ্জামান সহকারী দায়িত্বশীল- মোঃ শফি উদ্দিন |
থানা দায়িত্বশীল- মোঃ মুজাম্মেল হক:- আদাবর ও মুহাম্মাদপুর। | থানা দায়িত্বশীল- সোহেল মিয়া ধানমন্ডি ও নিউ মার্কেট। |
অঞ্চল- ০৩:- কোতুয়ালী, বংশাল, সুত্রাপুর ও গেন্ডারিয়া। | দায়িত্বশীল- মোঃ সেলিম (মোল্লা) সহকারী দায়িত্বশীল- মোঃ রফিকুল ইসলাম (রাজবাড়ী)। |
থানা দায়িত্বশীল- মোঃ কবির হোসেন কোতুয়ালী ও বংশাল। |
থানা দায়িত্বশীল- আল আমিন সুত্রাপুর ও গেন্ডারিয়া। |
অঞ্চল- ০৪:- ওয়ারী, মতিঝিল, রমনা ও তেজগাঁও শিল্পাঞ্চল। | দায়িত্বশীল- মোহাম্মদ আলী জিন্নাহ সহকারী দায়িত্বশীল- আবু শামাহ |
থানা দায়িত্বশীল- মোঃ রাকিবুল ইসলাম ওয়ারী ও মতিঝিল থানা। |
থানা দায়িত্বশীল- আরিয়ান আহমেদ নাঈম রমনা ও তেজগাঁও শিল্পাঞ্চল। |
অঞ্চল- ০৫:- শাহবাগ, কলাবাগান, শেরে বাংলা নগর ও তেজগাঁও। | দায়িত্বশীল- মোঃ ছাইফুল ইসলাম (মিঠু) সহকারী দায়িত্বশীল- মোঃ হুমায়ূন কবির |
থানা দায়িত্বশীল- মোঃ উসমান গণি:- শাহবাগ ও কলাবাগান। | থানা দায়িত্বশীল- মোঃ রেজাউল করিম (রাজু) শেরে বাংলা নগর ও তেজগাঁও। |
অঞ্চল- ০৬:- ডেমরা, যাত্রাবাড়ি কদমতলী ও শ্যামপুর । | দায়িত্বশীল- মোঃ আমির হোসেন:- সহকারী দায়িত্বশীল- সৈয়দ মোহাম্মাদ কবীর ও আবুল কালাম। | থানা দায়িত্বশীল- মোঃ আইয়ূব আলী প্রধান। ডেমরা ও যাত্রাবাড়ি। | থানা দায়িত্বশীল- মোহাম্মদ আব্দুল করিম:- কদমতলী ও শ্যামপুর। |
অঞ্চল- ০৭:- মুগদা, সবুজবাগ, পল্টন ও শাহজাহানপুর। | দায়িত্বশীল- মুহাম্মদ ইয়াছিন সহকারী দায়িত্বশীল- মোঃ রফিকুল ইসলাম ( কিশোরগঞ্জ)। |
থানা দায়িত্বশীল- মোঃ সাঈদুজ্জামান খান মুগদা ও সবুজবাগ। |
থানা দায়িত্বশীল- সোহাগ আহম্মেদ পল্টন ও শাহজাহানপুর। |
অঞ্চল- ০৮:- রামপুরা, খিলগাঁও, বাড্ডা ও হাতিরঝিল। | দায়িত্বশীল- মোঃ আজমুল হক সহকারী দায়িত্বশীল- মোঃ মাসুম (নরসিংদী) |
থানা দায়িত্বশীল- মোঃ কামাল হোসেন:- রামপুরা ও খিলগাঁও। | থানা দায়িত্বশীল- কাজী নজরুল ইসলাম বাড্ডা ও হাতিরঝিল। |
অঞ্চল- ০৯:- গুলশান, ভাটারা, বনানী ও খিলক্ষেত। | দায়িত্বশীল- সোলায়মান কবীর সহকারী দায়িত্বশীল- গোলজার আহম্মদ |
থানা দায়িত্বশীল- মোঃ আঃ মান্নান গুলশান ও ভাটারা। |
থানা দায়িত্বশীল- ———— বনানী ও খিলক্ষেত। |
অঞ্চল- ১০:- দক্ষিণখান, বিমানবন্দর, উত্তরাপূর্ব, উত্তরখান, উত্তরা পশ্চিম ও তুরাগ। | দায়িত্বশীল- মোঃ ইউসুফ আলী সহকারী দায়িত্বশীল- মোঃ হাসিবুল ইসলাম। |
থানা দায়িত্বশীল মোঃ আব্দুল্লাহ আল মামুন দক্ষিণখান ও বিমানবন্দর। |
থানা দায়িত্বশীল- রাশেদ মনোয়ার:- উত্তরাপূর্ব ও উত্তরখান। থানা দায়িত্বশীল- মোঃ আবদুল বাতেন:- উত্তরা পশ্চিম। থানা দায়িত্বশীল- সাগর মিয়া:- তুরাগ থানা। |
অঞ্চল- ১১:- ক্যান্টনমেন্ট, ভাষানটেক, কাফরুল ও পল্লবী। | দায়িত্বশীল- মোঃ নুর উদ্দিন সহকারী দায়িত্বশীল- ইসমাঈল দাড়িয়া। |
থানা দায়িত্বশীল- মোঃ আলী আজম (আরজু):- ক্যান্টনমেন্ট ও ভাষানটেক । | থানা দায়িত্বশীল- মোঃ শমসের আলী (বাবু) কাফরুল ও পল্লবী। |
অঞ্চল- ১২:- মিরপুর, রুপ নগর, দারুস্সালাম ও শাহ আলী। | দায়িত্বশীল- মোঃ হাফিজুর রহমান (সেলিম)। সহকারী দায়িত্বশীল-মোঃ আলমগীর কবীর (বাবু) |
থানা দায়িত্বশীল-মোঃ সোহেল রানা:- মিরপুর ও রুপনগর। | থানা দায়িত্বশীল- মোঃ জাহাঙ্গীর আলম (মজনু) দারুস্সালাম ও শাহ আলী। |
সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা,
গত- ২০২০ ঈসাসী সালের ১ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী রাজধানীর প্রতিটি অঞ্চলে, আঞ্চলিক দায়িত্বশীলগণের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে- গণসংযোগ এবং ৭ জানুয়ারী সকাল ১১টায় ইসলামী সমাজের উদ্যোগে ইসলাম প্রতিষ্ঠায় “মানুষের নয়! সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর”- এ মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার দক্ষিণ পার্শ্বে “মানব বন্ধন” করার কর্মসূচী ঘোষনা করছি। দল-মত নির্বিশেষে দেশবাসী সকলকে ঘোষিত কর্মসূচীসহ ইসলামী সমাজের শান্তিপূর্ণ সকল কর্মসূচীতে জান ও মালে অংশ গ্রহণ, সমর্থন ও সহযোগীতা করার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।
সর্বশক্তিমান আল্লাহ’ই আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী, তিনি আমাদের সকলকে কল্যাণ ও মুক্তির পথে জীবন গড়ার তৌফিক দিন। আমীন।
ফটো গ্যালারীতে অঞ্চল এবং থানা ভিত্তিক মনোনিত সকল দায়িত্বশীলগণের ছবি প্রকাশ করা হলো।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |